কোন ভিটামিনের অভাবে দাঁতে সমস্যা দেখা দেয়
ali
কোন ভিটামিনের অভাবে দাঁতে সমস্যা দেখা দেয়
atOptions = {
'key' : '159eeb7a291252c545c09ed0835e444a',
'format' : 'iframe',
'height' : 250,
'width' : 300,
'params' : {}
};
gn: center;">
শরীরে কোনো ভিটামিনের অভাব হওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এর মধ্যে ভিটামিন সি- এর ঘাটতি দেখা দিলে দুর্বল হয়ে পড়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তার ফলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সহজে এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়বেন আপনি।ভিটামিন সি-এর অভাব স্বাস্থ্যের এই অবনতিগুলো সবার আগে ঘটিয়ে ফেলে। এ ছাড়া দাঁত ও দাঁতের মাড়ির ক্ষেত্রেও ভিটামিন সি-এর অভাব বেশ
iভালোরকম প্রভাব ফেলে। একাধিক সমস্যা দেখা যায় দাঁত ও মাড়িতে।
Important news
উত্তরমুছুন