মুমিন প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর

মুমিন প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর একজন খাঁটি মুসলমানের বৈশিষ্ট্য হলো, ইসলামের নৈতিক গুণাবলিকে আঁকড়ে ধরা। যেসব গুণে একজন মুসলমানকে প্রকৃত মুসলমান হিসেবে বিবেচনা করা হয়, তার মধ্যে অন্যতম হলো প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ়তা। মুমিন কারো সঙ্গে কোনো ওয়াদা করলে তা রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেননা মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে যত্নবান হওয়ার আদেশ করেছেন. পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘...এবং প্রতিশ্রুতি পূরণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৪)। অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূরণ করো।’ (সুরা : মায়িদা, আয়াত : ১)। কারণ মুমিন মাত্রই তার কথায়-কাজে মিল থাকতে হবে। মুমিন যা বলবে, তা অবশ্যই করবে। মুমিন কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে না। ছলনা করতে পারে না। মানুষকে ভুলভাল বুঝিয়ে স্বার্থ হাসিল করতে পারে না। কারণ কথায়-কাজে মিল না থাকলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। যেসব কাজ মহান আল্লাহকে ক্রোধান্বিত করে, তার মধ্যে অন্যতম হলো, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, কথায়-কাজে মিল না থাকা। পবিত্র কোরআনে মহান...