মানুষ সৃষ্টির কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে
মানুষ সৃষ্টির কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে
🌍 পৃথিবী সৃষ্টির বিষয়ে কুরআনের বক্তব্য:
আল্লাহ তাআলা বলেন:
"নিশ্চয়ই তোমাদের রব আকাশসমূহ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন..."
— সূরা আল-আরাফ: ৫৪
🔹 এই "ছয় দিন" কালের মাপকাঠি মানবিক দিনের সমান কি না, সে বিষয়ে মতভেদ আছে। অনেক ইসলামি পণ্ডিত মনে করেন, এখানে "দিন" মানে সময়কাল বা ধাপ (period/era), যেটা বহু হাজার বা কোটি বছরের সমান হতে পারে। কারণ কুরআনেই বলা হয়েছে:
"আল্লাহর নিকট এক দিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান।"
— সূরা হাজ্জ: ৪৭
এছাড়া সূরা মা'আরিজ-এ আছে:
"এক দিন পঞ্চাশ হাজার বছরের সমান।"
— সূরা মা'আরিজ: ৪
👤 মানুষ সৃষ্টির বিষয়ে কুরআনের বক্তব্য:
🔹 কুরআনের ভাষ্যমতে, প্রথম মানুষ হচ্ছেন আদম (আঃ)। তাঁকে আল্লাহ সরাসরি সৃষ্টি করেছেন:
"আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি..."
— সূরা আল হিজর: ২৬
🔹 আদম (আঃ)-এর সৃষ্টি ও জান্নাতে অবস্থান, পরে পৃথিবীতে আগমন—এসব ঘটনার সময়কাল নির্দিষ্ট করে বলা হয়নি। তবে হাদিস ও ইসলামী ইতিহাসবিদদের মতে, এটা ঘটেছে আজ থেকে আনুমানিক ৬ থেকে ৭ হাজার বছর আগে।
🌍 পৃথিবী সৃষ্টি (তাফসির অনুযায়ী)
সূরা আল-আরাফ ৭:৫৪ আয়াতের ব্যাখ্যায় ইবন কাসীর (রহঃ) বলেন:
আল্লাহ আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন, যদিও তিনি চাইলে এক মুহূর্তেই সব সৃষ্টি করতে পারতেন। কিন্তু তিনি ক্রমান্বয়ে সৃষ্টি করেছেন, যাতে তার ক্ষমতা, হিকমত (জ্ঞান ও প্রজ্ঞা) ও পরিকল্পনা স্পষ্ট হয়।
🔹 এই "ছয় দিন" সম্পর্কে ইমাম ইবন কাসীর বলেন, এগুলো মানুষের দিনের মতো ২৪ ঘণ্টার দিন নয়, বরং আল্লাহর কালের হিসাব অনুযায়ী একেকটি সময়পর্ব বা "ধাপ"।
🔹 কিছু ইসলামি ঐতিহাসিক ও তাফসিরকার মনে করেন, ছয় দিনের মধ্যে প্রথমে সৃষ্টি হয় পৃথিবী, এরপর অন্যান্য জিনিস। যেমন:
-
রোববার ও সোমবার – পৃথিবী ও পাহাড়
-
মঙ্গলবার – গাছপালা
-
বুধবার – আলো (সূর্য, চাঁদ, নক্ষত্র)
-
বৃহস্পতিবার – প্রাণী
-
শুক্রবার – আদম (আঃ) সৃষ্ট
👤 আদম (আঃ) ও মানব সৃষ্টির ব্যাখ্যা
ইবন কাসীর তাঁর বিখ্যাত গ্রন্থ "কিসাসুল আম্বিয়া"-তে লেখেন:
-
আদম (আঃ)-কে সৃষ্টি করা হয় মাটি দিয়ে। বিভিন্ন ধরণের মাটি থেকে নিয়ে তা পানি দিয়ে ভিজিয়ে কাদায় পরিণত করা হয়, পরে তা শুকিয়ে কঠিন মূর্তি আকারে রাখা হয়। তারপর তাতে রুহ (আত্মা) ফুঁক দেন আল্লাহ।
-
আদম (আঃ) ছিলেন প্রথম মানব ও প্রথম নবী।
-
তাকে জান্নাতে রাখা হয়, পরে হাওয়া (আঃ) সৃষ্টি করা হয়।
-
একটি ঘটনার কারণে উভয়কে পৃথিবীতে পাঠানো হয়।
🔹 ইসলামী ঐতিহ্য ও হাদিস অনুযায়ী, আদম (আঃ)-এর সৃষ্টির সময়কাল ৬,০০০–৭,০০০ বছর আগে বলে বিবেচিত হয়।
-
📜 কিছু সহীহ হাদিস ও আয়াত:
-
"আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি..."
— সূরা আল-হিজর: ২৬ -
"আমি তাকে নিপুণভাবে গড়েছি, অতঃপর তাতে নিজের রূহ ফুঁকেছি..."
— সূরা সাদ: ৭২ -
রাসুলুল্লাহ ﷺ বলেন:
"আদমকে শুক্রবার দিন সৃষ্টি করা হয়েছে।"
— সহীহ মুসলিম
-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন